১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

শৈলকুপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শৈলকুপায় নসিমন-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় নসিমন ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরো তিনজন।

শুক্রবার ভোর রাতে উপজেলার লাঙ্গলবাঁধ-শ্রীপুর সড়কের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শৈলকুপার নওপাড়া গ্রামের জেহের আলী বিশ্বাসের ছেলে মহেন্দ্রচালক বাবু বিশ্বাস (৫০) এবং কবিরপুর গ্রামের মরহুম আহাদ আলীর ছেলে পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য আসাদুজ্জামান (৬৭)। এছাড়াও ফাজিলপুর গ্রামের স্বপন মিয়াসহ তিনজন আহত হয়েছেন।

শৈলকূপার লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হামিদুল ইসলাম জানান, মাগুরা দরবার শরিফ থেকে বাড়ি ফেরার সময় শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের শেখপাড়া নামক স্থানে মহেন্দ্রের সাথে নাসিমন মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়। তাদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নেয়ার পথে মাহেন্দ্রচালক বাবু বিশ্বাস ও পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য আসাদুজ্জামানের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজন কুষ্টিয়া ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরো সংবাদ



premium cement