১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫

- ছবি : প্রতীকী

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় বাস ও মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচজন।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জসিম হাওলাদার (৪৫), রাজিব খান (৪০) ও এক নারী। 

নিহত জসিম হাওলাদার বরিশালের কাউনিয়া এলাকার বাসিন্দা এবং রাজিব খান নলছিটি উপজেলা পূর্ব কামদেবপুর গ্রামের বাসিন্দা। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। অন্য যাত্রীররা সবাই নলছিটি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা এলাকা থেকে মাহিন্দ্র গাড়িতে আটজন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। এদিকে ঢাকা থেকে একটি বাস কুয়াকাটা যাচ্ছিল। দু'টি গাড়ি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র গাড়ির তিন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় গাড়ির পাঁচ যাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, মাহিন্দ্র গাড়ির দুই পুরুষ যাত্রী নিহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আরো সংবাদ



premium cement