২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

শৈলকুপায় মেহগনি বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় ছানুয়ার কাজী (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে উপজেলার রামচন্দ্রপুর মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ছানুয়ার কাজী শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন বলেন, ‘আমার বাবা সহজ-সরল মানুষ ছিলেন, তিনি রামচন্দ্রপুর বাজারে থাকতেন। আমার বাবা আত্মহত্যা করতে পারে না, কেউ মেরে তাকে গাছে ঝুলিয়ে রেখেছে। প্রশাশনের কাছে সঠিক বিচার দাবি করছি।

নিহতের ভাতিজা কাজী আব্দুর রাজ্জাক বলেন, আমি সকালে লোক মুখে জানতে পারি মেহগনি বাগানের মধ্যে একটি লাশ পাওয়া গেছে, গিয়ে দেখি আমার কাকার লাশ মাটিতে পা লুটিয়ে গাছের সাথে ঝুলে আছে এবং পা থেকে রক্ত বের হচ্ছে।

তিনি আরো বলেন, আমার কাকা বেশিরভাগ সময় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানে থাকতেন কেউ তাকে অন্য জায়গা থেকে মেরে গাছে ঝুলিয়ে রেখে গেছে। এর সুষ্ঠ বিচার দাবি করছি।

শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, ঘটনাস্থান থেকে আমরা তার (ছানুয়ার কাজী) লাশ উদ্ধার করেছি, হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিন্ত হতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। এ ব্যাপারে শৈলকূপা থানায় একটি জিডি হয়েছে।


আরো সংবাদ



premium cement
গাজা পুনর্বাসন পরিকল্পনা থেকে পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি ২ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নামছে ভারত-পাকিস্তান সুনামগঞ্জে অভিযানে ৬ জন গ্রেফতার ঢাবিতে ‘প্রোডাক্টিভ রামাদান’ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ভালুকায় গাড়িচাপায় পথচারী নিহত সপ্তাহের লেনদেন শুরু ঢাকার উত্থানে, চট্টগ্রামে পতন শিক্ষার্থীদের চাপে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ালো কুবি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে যুক্তরাজ্য আলমগীর-সরোয়ার প্যানেলের ১৪, মুছা-জাকির প্যানেলের ৬ জন নির্বাচিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

সকল