২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শৈলকুপায় মেহগনি বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

- ছবি : নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় ছানুয়ার কাজী (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে উপজেলার রামচন্দ্রপুর মেহগনি বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ছানুয়ার কাজী শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

ছানুয়ার কাজীর মেয়ে জোসনা খাতুন বলেন, ‘আমার বাবা সহজ-সরল মানুষ ছিলেন, তিনি রামচন্দ্রপুর বাজারে থাকতেন। আমার বাবা আত্মহত্যা করতে পারে না, কেউ মেরে তাকে গাছে ঝুলিয়ে রেখেছে। প্রশাশনের কাছে সঠিক বিচার দাবি করছি।

নিহতের ভাতিজা কাজী আব্দুর রাজ্জাক বলেন, আমি সকালে লোক মুখে জানতে পারি মেহগনি বাগানের মধ্যে একটি লাশ পাওয়া গেছে, গিয়ে দেখি আমার কাকার লাশ মাটিতে পা লুটিয়ে গাছের সাথে ঝুলে আছে এবং পা থেকে রক্ত বের হচ্ছে।

তিনি আরো বলেন, আমার কাকা বেশিরভাগ সময় রামচন্দ্রপুর বাজারে একটি দোকানে থাকতেন কেউ তাকে অন্য জায়গা থেকে মেরে গাছে ঝুলিয়ে রেখে গেছে। এর সুষ্ঠ বিচার দাবি করছি।

শৈলকুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল জানান, ঘটনাস্থান থেকে আমরা তার (ছানুয়ার কাজী) লাশ উদ্ধার করেছি, হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিন্ত হতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। এ ব্যাপারে শৈলকূপা থানায় একটি জিডি হয়েছে।


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা সঙ্কট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল

সকল