গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রাজমিস্ত্রী নিহত
- গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
- ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৯
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ানে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রহিম (৩৫) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
আব্দুর রহিম ছাতিয়ান গ্রামের খবির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-মেহেরপুর প্রধান সড়ক পার হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন আব্দুর রহিম। এ সময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী এবং আব্দুর রহিম সড়কের ওপরে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে আব্দুর রহিমকে বামন্দীর একটি ক্লিনিকে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে অবস্থা বেগতিক দেখে একটি টিভিএস মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের দুই আরোহী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, লাশ ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা