বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪
- বাগেরহাট প্রতিনিধি
- ১১ জুন ২০২৩, ১৮:৫৫
বাগেরহাটের চিতলমারীতে মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত সম্রাট শেখ (২২) নামে এক যুবকের ধারালো ছুরি আঘাতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রোববার (১১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার পাটরপাড়া স্টীল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো: রফিক খান (৪০)। তিনি চিতলমারী উপজেলার পাটরপাড়া গ্রামের মো: গাউস খানের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন চিতলামারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের মতিয়ার রহমানের ছেলে রায়হান শেখ (২৭), কচুয়া উপজেলার ধোপাখালি গ্রামের আমিনুর রহমান, হিজলা গ্রামের কবির মোল্লার ছেলে আবু সাঈদ মোল্লা (২৪) ও পাটরপাড়া গ্রামের আলমগীরের ছেলে তানভির (২৪)।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, বিকেলে এক মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত যুবক হঠাৎ করে স্থানীয়দের ওপর ক্ষিপ্ত হয়ে ধরালো অস্ত্র দিয়ে পথচারীদের আহত করতে থাকে। এ সময়ে ওই যুবকের ধারালো অস্ত্রের আঘাতে মো: রফিক খান (৪০) ঘটনাস্থলে মারা যান। অন্য আহতদের স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক যুবক সম্রাট শেখকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা