দামুড়হুদায় ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
- দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
- ০৮ জুন ২০২৩, ১৫:২৮
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির ছাদ থেকে পড়ে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জাহানারা বেগম নাস্তিপুর গ্রামের পুর্বপাড়ার আব্দুল ওয়াহেদের স্ত্রী।
জানা গেছে, অতিরিক্ত গরমের জন্য প্রতিদিন তিনি বাড়ির ছাদের ঘুমান। বৃহস্পতিবার ভোরে নামাজ পড়ার জন্য ছাদ হতে নামতে গিয়ে অসাবধানতা বসত পড়ে যান তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) তইফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটা অপমৃত্যু মামলা করা হয়েছে।