কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ অক্টোবর ২০২২, ১২:৫২
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
নিহতরা হলেন- সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের শাজাহান আলী (৬৫) এবং তার ছেলে শামিম আহম্মেদ (২৮)।
কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বিত্তিপাড়ার লালন ফিলিং স্টেশনের কাছের রাস্তায় দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ওসি বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছে কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেলযোগে বাবা-ছেলে বাড়ি ফিরছিলেন। আমাদের ধারণা কোনো যানবাহনের সাথে মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা