০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`
মহানবী সা:-এর ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শন

চৌগাছায় ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

চৌগাছায় ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ শেষে নবী দরদী ওলামা-মাশায়েখগণ চৌগাছা কামিল মাদরাসায় এসে জড়ো হতে থাকেন। পরে কামিল মাদরাসা থেকে ফ্রান্সবিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ভাস্কর্য মোড়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হন।

ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রিয়নবী হজরত মুহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র অঙ্কন ও প্রদর্শনের বিরুদ্ধে চৌগাছা উপজেলা সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা আলী আকবার সাহেব।

বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন জগদিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চৌগাছা কামিল মাদরাসা আরবি প্রভাষক আব্দুর রহমান, পাশাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাশাপোল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মাহবুবুর রহমান, আব্দুর রহমান, আবু বক্কর, হাবিবুর রহমান প্রমুখ।

প্রভাষক আব্দুর রহমান বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের প্রিয় নবী করীম সা:-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, যা চরম অসভ্যতাকেও হার মানিয়েছে। এ ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যাপারে অঙ্গীকার করতে হবে।

মাওলানা আবু সাঈদ বলেন, মুসলমানরা প্রিয় নবী মুহাম্মদ সা:-কে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সারা বিশ্বসহ বাংলাদেশেও ইসলাম ও মহানবী সা:-এর বিরুদ্ধে কটূক্তি বন্ধে কঠোর শাস্তির আইন পাশ করতে হবে।


আরো সংবাদ



premium cement
মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প-নেতানিয়াহু জামায়াত নেতারা গলায় ফাঁসির রশি পরেছে কিন্তু পালিয়ে যায়নি : শামসুল ইসলাম রমজানে তেল, চিনি, ছোলা ও খেজুরের কোনো সঙ্কট হবে না : বাণিজ্য উপদেষ্টা উড়ন্ত সালাহর জোড়া গোলে লিভারপুলের জয় সাঈদীবিহীন চট্টগ্রামেরদ ঐতিহাসিক তাফসীর মাহফিল যেমন ছিল চাঁদার দাবিতে কর্মকর্তাকে মারধর, ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি গ্রেফতার যমুনায় যাওয়ার পথে বাধা, রাস্তা অবরোধ অভ্যুত্থানে আহতদের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার আবারো প্রস্তাব ট্রম্পের প্রাইজ বন্ডের ১১৮তম ড্র অনুষ্ঠিত ফেনীতে জামায়াত নেতা-কর্মীদের স্বাগত মিছিল যশোর সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ

সকল