ডা. রকিব হত্যা মামলা নিতে গড়িমসি, ওসি প্রত্যাহার
- খুলনা ব্যুরো
- ২১ জুন ২০২০, ১৬:৫৫, আপডেট: ২১ জুন ২০২০, ১৬:৪৭
ডা. আব্দুর রকিব খান হত্যা মামলা গ্রহণে গড়িমসি করা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুলকে প্রত্যাহার করা হয়েছে। রোববার তাকে থানা থেকে প্রত্যাহার করে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ক্লোজড করা হয়। সেইসাথে নগরীর হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলমকে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু জানান, খুলনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে। হরিণটানার ওসি আশরাফ হোসেনকে খুলনা থানার ওসি নিয়োগ করা হয়েছে।
এর আগে রোগীর স্বজনদের হামলায় আহত নগরীর গল্লামারী এলাকার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রকিব খান গত ১৬ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পরদিন থেকেই ওসি আসলাম বাহার বুলবুলের বিরুদ্ধে মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ করেন তার স্বজনরা। এছাড়া খুলনা বিএমএর নেতারাও একই অভিযোগে ওসির প্রত্যাহার দাবি করেন এবং কর্মবিরতিও পালন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা