চুয়াডাঙ্গায় কাবিখার ১ হাজার ২৬৬ বস্তা চাল জব্দ, গুদাম সিলগালা
- চুয়াডাঙ্গা সংবাদদাতা
- ০৮ জুন ২০২০, ১৬:২৮, আপডেট: ০৮ জুন ২০২০, ১৬:২০
চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ীর ২টি গুদাম থেকে সরকারি কাবিখার ১ হাজার ২৬৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গুদাম দুটিকে সিলগালা করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভিনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এই চাল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চুয়াডাঙ্গা শহরের চাল ও গম ব্যবসায়ী নজরুল ইসলামের সাতগাড়ীতে দুটি গুদাম রয়েছে। রোববার রাতে তার গুদামে সরকারি চাল ট্রাকযোগে আনলোড করা হয়। এরমধ্যে একটি গুদামে ৬শ’ বস্তা ও আরেকটি গুদামে ৬৬৬ বস্তা চাল রাখা হয়। খাদ্য অধিদপ্তরের প্রতিটি ৩০ কেজি ওজনের চালের বস্তার গায়ে লেখা রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ। আজ (সোমবার) বেলা ১১টার দিকে জেলা খাদ্য কর্মকর্তা ও আমি ঘটনাস্থলে অভিযান চালাই।
এ সময় গুদামের মালিক নজরুল ইসলাম বলেন, চালের মালিক আলমডাঙ্গার গৌতম ও অশোক। তারা মেহেরপুরের গাংনী খাদ্যগুদাম থেকে চালগুলো নিয়ে এখানে রেখেছেন। নজরুলের কথায় অসঙ্গতি দেখা দিলে প্রকৃত ঘটনা তদন্তে গুদাম দুটি সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় উক্ত ঘটনার রহস্য উদঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা