মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
- মাগুরা সংবাদদাতা
- ০২ জুন ২০২০, ২২:২১, আপডেট: ০২ জুন ২০২০, ২২:২৭
মাগুরা হর্টিকালটার সেন্টার চত্বরে ৫০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়েছে।
ফেরোমন ইন্ডাট্রিস লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার দুপুরে মাগুরা হর্টিকালটার সেন্টারের সহযোগিতায় এ বীজ বিতরণ করা হয়। মাগুরা হর্টিকালটারের উদ্ভিদ তত্ত্ববিদ ড: খান মো: মনিরুজ্জামান, ফেরোমন ইন্ডাট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আজিজুর রহমান, ডিরেক্টর সেলস্ অ্যান্ড মার্কেটিং অফিসার কেএম মনোয়ার হোসেন হিমেল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ইঞ্চি জমিও পতিত না রেখে প্রতিটি বাড়ির আঙ্গিনায় শাকসবজি লাগানোর যে আহ্বান জানিয়েছেন, সে লক্ষ্যে শাক সবজির আবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা