২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খুলনায় নদীতে ১০ হাজার বস্তা সিমেন্টসহ কার্গো ডুবি

খুলনায় নদীতে ১০ হাজার বস্তা সিমেন্টসহ কার্গো ডুবি - ছবি : সংগৃহীত

খুলনায় মঙ্গলবার ১০হাজার বস্তা সিমেন্ট বোঝাই একটি কার্গো নদীতে ডুবে গেছে। ফুলতলা উপজেলার শিকিরহাট এলাকার ভৈরব নদে সিমেন্ট বোঝাই অন্য একটি কার্গোর আঘাতে কার্গো এমভি একেএম শাহনেওয়াজ ডুবে যায়। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ডুবে যাওয়া কার্গোর মাস্টার দাবি করেন।

কার্গো এমভি শাহনেওয়াজের মাস্টার মো. কামালউদ্দিন জানান, গত ৬ মে মুন্সিগঞ্জ থেকে শাহ সিমেন্ট কোম্পানীর ১০ হাজার বস্তা সিমেন্ট বোঝাই করে তারা যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। কার্গো গত ৯ মে ফুলতলা উপজেলার শিকিরহাট ঘাটে পৌঁছে অবস্থান নেয়। করোনা ও শ্রমিক সংকটের কারণে নওয়াপাড়ায় পৌঁছে সিমেন্ট আনলোড করতে পারেনি।

মঙ্গলবার সকাল ৯টার দিকে ১৬ হাজার বস্তা একই কোম্পানীর সিমেন্ট বোঝাই এমভি কচুরউল্লাহ সেখানে এসে ঘোরাতে গিয়ে এমভি একেএম শাহনেওয়াজকে আঘাত করলে কার্গোটির তলা ফেটে গিয়ে ভেতরে পানি প্রবেশ করে। একপর্যায়ে কার্গোটি ভৈরব নদে ডুবে যায়।

ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ এমভি একেএম শাহনেওয়াজের মাস্টার কামালউদ্দিন অভিযোগ করেন, এমভি কচুরউল্লাহ কার্গো মাস্টার মো. হাসান না চালিয়ে সুকানি মো. ফারুক চালাচ্ছিলেন। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

কার্গো জাহাজ এমভি কচুর উল্লাহর মাস্টার মো. হাসান বলেন, আমার হাতে ব্যথা থাকায় সুকানি মো. ফারুক জাহাজ ঘুরাচ্ছিল।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান,কার্গো এমভি একেএম শাহনেওয়াজের মাস্টার মো. কামালউদ্দিন ফুলতলা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তনাধীন রয়েছে।


আরো সংবাদ



premium cement