এক ঘন্টার ব্যবধানে গলায় রশি দিয়ে বাবা-ছেলের আত্মহত্যা
- কেশবপুর (যশোর)সংবাদদাতা
- ১২ মে ২০২০, ২২:১৩
বাবা-ছেলে ঝগড়ার পর ঘন্টার ব্যবধানে দু’জনেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল ১০টায় যশোরের কেশবপুর থানার কেদারপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানাযায়, এদিন সকাল ১০টার দিকে বাবা মুদি দোকানদার সাহেব আলি বিশ্বাস (৬৫) ঘরের আড়ার সাথে আর সকাল ১১ টার দিকে তারই ছেলে ইনামুল বিশ্বাস(৩২) বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি বাগানের মেহুগনি গাছের সাথে গলায় রশি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দুটি ময়না তদন্তের জন্যে যশোর মর্গে প্রেরণ করেছে বলে থানা সূত্র জানায়।
এলাকাবাসী ও থানা সূত্র জানায় ১২ মে সকালে এই বাবা ও ছেলে বাড়িতে এক বিরোধের জের ধরে সংঘাতে লিপ্ত হয়েছিল। এরপর উভয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-২২ তাং-১২-০৫-২০। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা