শৈলকূপায় চোরাই মোবাইলসহ মহিলা মেম্বার আটক
- শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ১২ মার্চ ২০২০, ১৮:২০
ঝিনাইদহের শৈলকূপার পল্লী থেকে বৃহস্পতিবার চোরাই মোবাইলসহ এক মহিলা মেম্বারকে আটক করেছে পুলিশ। আটক করা হয় তার আরো পাঁচ সহযোগীকে।
থানা সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি শৈলকূপা থানা মুক্তিযোদ্ধা মার্কটের ভাই ভাই টেলিকম থেকে তালা ভেঙ্গে চোরেরা মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকায় মালামাল চুরি করে নিয়ে যায়। দোকানের মালিক নাজমুল হাসান চুরি হওয়া মাল উদ্ধারের জন্য শৈলকূপা থানায় অজ্ঞাতনামা ১৪ জনের নামে মামলা দায়ের করে।
চুরির মাল উদ্ধারের জন্য পুলিশ বিভিন্নভাবে তদন্ত শুরু করে। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে শৈলকূপা উপজেলার বাখরবা গ্রামের মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে চুরি হওয়া ১২টি মোবাইল ফোন উদ্ধার করে। এসময় মোবাইল চুরির সাথে জড়িত থাকায় মাগুরা জেলার শালিকা উপজেলার জিতেন রায়ের ছেলে অমিত রায়, বাখরবা গ্রামের রাবিউল ইসলাম, রিপন, মহিলা মেম্বার আফরোজা, তার সতিন মিম খাতুনসহ ছয়জনকে মহিলা মেম্বার আফরোজার বাড়ি থেকে পুলিশ আটক করে।
উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা পুুলিশ অফিসার এসআই অমিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা