১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার পথে আটক ৪৯ দর্শনার্থী

উৎসব স্থগিত ঘোষণা করা হয়েছিল আগেই
- ফাইল ছবি

সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার পথে চারটি ট্রলারসহ ৪৯ জন দর্শনার্থীকে আটকের কথা জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাটের শরণখোলা উপজেলার আলোরকোল এলাকা থেকে সোমবার তাদের আটক করা হয়।

বন বিভাগ জানায়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত ৮ নভেম্বর রাস উৎসব স্থগিত করে উৎসব কমিটি। এরপরও অবৈধভাবে তারা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরের মোহনায় দুবলারচরে রাস উৎসবে যাচ্ছিল বলে তাদের আটক হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: মাহমুদুল হাসান জানান, গত ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনায় দুবলার চরে হিন্দুধর্মলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল উপকূলের দিকে ধেয়ে আসার খবরে আয়োজক কমিটি ৮ নভেম্বরের উৎসব স্থগিত করে। এরপরও অবৈধভাবে ওই ৪৯ জন দর্শনার্থী চারটি ট্রলার নিয়ে রাস উৎসবে যাচ্ছিল।

আটক ওই ৪৯ জনের প্রত্যেকের কাছ থেকে মঙ্গলবার ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে ডিএফও জানান।

এর আগে গত ৫ নভেম্বর সুন্দরবন থেকে তিন ট্রলারসহ ৬০ জন হরিণ শিকারীকে আটক করা হয়। এসময় তাদের ট্রলার থেকে হরিণ শিকারের বিপুল পরিমাণ ফাঁদ, দা, কুড়াল ও বটিসহ বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ওই ৬০ জন রাস উৎসব উপলক্ষে হরিণ শিকারের উদ্দেশে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করেছিল বলে বন বিভাগ জানায়।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
‘অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’ দেশের মালিকানা জনতার হাতে ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ : ডা. জাহিদ ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৭৪ বাংলাদেশী যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত হারিয়ে যাওয়ার ২৫ বছর পর জাহানারাকে খুঁজে পেল পরিবার এইডসে আক্রান্ত হয়ে প্রতি বছর নাইজেরিয়ায় মারা যাচ্ছে ১৫ হাজার মানুষ দিল্লির পক্ষে নয়, গণঅভ্যুত্থানের পক্ষে সাংবাদিকতা নিশ্চিত করতে হবে : মাহমুদুর রহমান শিক্ষানীতি ও শিক্ষা প্রশাসনে সংস্কার অন্তর্বর্তীর অধ্যাদেশ কি আবশ্যক চাঁদের দূরবর্তী অংশের অজানা তথ্য দিলেন বিজ্ঞানীরা

সকল