ইবির শিক্ষার্থীদের বহন বাস উল্টে আহত ২৫
- ইবি সংবাদদাতা
- ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬, আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৭
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহন করা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে পড়ে প্রায় ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।
আজ মঙ্গলবার সাড়ে ১০টার দিকে বিত্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, সকাল ১০টার সময় ইবির ভাড়াকৃত শিক্ষার্থীদের বহন করা ‘সুহাইল’ বাসটি কুষ্টিয়া থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে সাড়ে ১০টা নাগাদ বিত্তিপাড়া এলাকায় দ্রুত গতিতে আরেকটি গাড়িকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়। পরে আহত শিক্ষার্থীদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ঘটনাটি জানার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। পরে আহত শিক্ষার্থীদের কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কয়েকজন শিক্ষার্থীর পরীক্ষা-নিরীক্ষা চলছে।’
তিনি বলেন, ‘আমরা ক্যাম্পাসের অ্যাম্ব্যুলেন্স প্রস্তুত রেখেছি কাউকে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে হলে তাৎক্ষণিক পাঠানো হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা