২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

কুষ্টিয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় কোকেন উদ্ধার

কুষ্টিয়ায় অর্ধকোটি টাকার ভারতীয় কোকেন উদ্ধার করা হয়েছে। - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এক কেজি দুই শ’ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বিজিবির দাবি, উদ্ধার হওয়া এই মাদকের বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পোড়াদহ রেলস্টেশনে এই অভিযান চালায় বিজিবি সদস্যরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান
বলেন, কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভারতীয় কোকেনের একটি বড় চালান খুলনায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা পোড়াদহ রেলস্টেশনে অবস্থান নেয় এবং ট্রেনটি পৌঁছানোর পর দ্রুত তল্লাশি শুরু করে বিজিবি।

দীর্ঘ সময় ধরে তল্লাশি করে ট্রেনের নিচে বিশেষভাবে রাখা মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি দুই শ’ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, জব্দ হওয়া কোকেনের বাজার মূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement