২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

শ্রীপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

- ছবি : প্রতীকী

মাগুরার শ্রীপুরে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করছে শ্রীপুর থানা পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলতাফ হোসেন (৪৭) এবং একই উপজেলার তখলপুর গ্রামের আমির মণ্ডলের ছেলে প্রিন্স (২৫) ও সোনাইকুন্ডি গ্রামের গোলাম মোস্তফার ছেলে সবুজ মোল্লা (২৪)।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইদ্রিস আলী জানান, তিনি ও তার সহযোগী উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গেল শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার কালিনগর গ্রাম থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আলতাফ হোসেন ও প্রিন্স এবং সবুজ মোল্লাকে (২৪) গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামি বাদে বাকি দু’জনের বিরুদ্ধে মাগুরা আদালতে নিয়মিত সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।


আরো সংবাদ



premium cement