২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

গাংনীতে ভ্যানচালকের লাশ উদ্ধার

আতিউর রহমান - ছবি : নয়া দিগন্ত

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়ায় আতিউর রহমান (৩৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

আতিউর গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।

আতিউরের স্ত্রী জুলেখা জানান, গতকাল বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। রোববার সকালে ফেসবুকে ছবি দেখে তার লাশ শনাক্ত করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে মাঠের একটা কলাবাগানের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।


আরো সংবাদ



premium cement