এবার বেনাপোল সীমান্তে হলো না বাংলাদেশ-ভারত মিলনমেলা
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০১
প্রতি বছরই একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যশোরের বেনাপোলের শূন্যরেখা এলাকা সাজানো হতো বর্ণিল সাজে। নির্মাণ করা হতো অস্থায়ী শহীদ মিনার। সকাল থেকে দু’দেশের হাজারো মানুষের পুস্পস্তবক অর্পণে লেগে থাকতো ভিড়। আবেগ আর ভালোবাসায় ভাষাপ্রেমীরা ভুলে যেতো তাদের সীমান্তরেখা।
তবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সেই চিত্র দেখা যায়নি বেনাপোলের বাংলাদেশ-ভারত সীমান্তে। দু’দেশের রাজনৈতিক টানাপোড়ন ও আন্তর্জাতিক সম্পর্ক ভালো না থাকার কারণে যৌথভাবে একুশের কোনো অনুষ্ঠান এবার শূন্যরেখায় হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে বেনাপোলের সরগাম সঙ্গীত অ্যাকাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘প্রথম থেকেই দু’দেশের সাংস্কৃতিককর্মীরা এই অনুষ্ঠানের আয়োজক ছিল পরে এই অনুষ্ঠানটা রাজনৈতিক দলীয়করণ করা হয়। এ বছর থেকে আমরা আবারো সরগম সংগীতে অ্যাকাডেমির পক্ষ থেকে ভাষাশহীদদের স্মরণে অনুষ্ঠান শুরু করলাম। সরগম সঙ্গীত অ্যাকাডেমির পক্ষ থেকে আজ চেকপোস্ট এলাকায় সীমিত পরিসরে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।‘
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, ‘দেশে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দু’দেশের রাজনৈতিক টানাপোড়নের কারণে এবার বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে একুশের মিলনমেলা হয়নি। আমরা আমাদের মতো করে বেনাপোলে অনুষ্ঠান করেছি। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হলে আগামী বছর থেকে পুনরায় অনুষ্ঠান করা হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা