১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ ফাল্গুন ১৪৩১, ১৯ শাবান ১৪৪৬
`

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত -

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনা দুটি ঘটে।

এদিন সন্ধ্যায় মাগুরা পারনান্দুয়ালী বাসটার্মিনাল এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মতিয়ার রহমান নামে এক পথচারী নিহত হন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

প্রায় একই সময় অপর এক ঘটনায় সদরের রামনগর ঠাকুর বাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সজীব আহমেদ নামে এক যুবক নিহত হন।

সজীব (৩০) শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা। তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।

রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় মাগুরা থানায় মামলা হয়েছে।


আরো সংবাদ



premium cement