১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১, ১২ শাবান ১৪৪৬
`

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মরহুম কৃষক রাজা হোসেন। - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় বিদ্যুতের তারে জড়িয়ে রাজা হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দিঘড়ী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

মরহুম কৃষক ওই গ্রামের সাবেক মেম্বার শফিউল্লাহর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, রাজা সকাল ৯টার দিকে তার ধানের জমিতে সেচ দেয়ার জন্য মাঠে যাচ্ছিলেন। এ সময় একটি অবৈধ সংযোগের বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মালা হয়েছে।


আরো সংবাদ



premium cement