গাজীপুরে ছাত্রদের ওপরে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল, মহাসড়ক অবরোধ
- কুষ্টিয়া প্রতিনিধি
- ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৮
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690913_197.jpg)
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল করা হয়েছে।
আজ শনিবার রাত ৮টার দিকে পুলিশ লাইনসের সামনে মিছিল শেষে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন কুষ্টিয়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রাত ৭টার দিকে শহরের এনএস রোড থেকে মশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের উপর তারা বসে পড়েন। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন নেতা বক্তব্য দেন।
বক্তারা বলেন, গাজীপুরে তাদের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়েছে। অতি সত্বর কুষ্টিয়ায় যেসব আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা–কর্মী আছে, তাদের গ্রেফতার করতে হবে। তাদের দুর্নীতির হিসাব নিতে হবে। মহাসড়কে বসে এবং মশালগুলো মহাসড়কে ফেলে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
সংক্ষিপ্ত সমাবেশে মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুরে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করতে হবে। তা না হলে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয়া হবে। দেরি হলে উপদেষ্টাদের বিরুদ্ধেও অবস্থান নেয়া হবে। ব্যর্থ হলে ব্লকেড করা হবে।
হাসিবুর রহমান বলেন, ‘কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল ফ্যাসিস্টকে আইনের আওতায় আনতে হবে। তা না হলে রাজপথ রক্তে লাল হবে। পুলিশ সুপারকে বলতে চাই, আপনার দৌলতপুর, সদর থানার ওসি আওয়ামী লীগের হয়ে কথা বলে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন, ক্রাইম ও মিডিয়া) পলাশ কান্তি নাথ হাজির হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কথা বলেন। এ সময় মোস্তাফিজুর রহমান সদর থানার ওসিকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান। পলাশ কান্তি নাথ নেতাদের আশ্বস্ত করেন, সব বিষয় পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। তিনি সব বিষয় খতিয়ে দেখছেন। কুষ্টিয়ায় ছাত্র আন্দোলনের ঘটনায় যেসব হত্যা মামলা হয়েছে, সেগুলোর বিষয়ে আসামি ধরতে কাজ চলছে। অবরোধের সময় সাময়িক অসুবিধার জন্য জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন নেতা–কর্মীরা। তারা পরে মজমপুরের দিকে চলে যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা