কুয়েটের সনদ বাতিলসহ ১৩ শিক্ষার্থীর বিভিন্ন ধরনের সাজা
- খুলনা ব্যুরো
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৮
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে এক ছাত্রের ওপর নির্মম নির্যাতন চালানোর দায়ে বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের সনদ বাতিলসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তরা ছাত্রলীগের নেতা ও কর্মী বলে জানা গেছে। গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত ভার্সিটির ছাত্র শৃঙ্খলা কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় এবং গতকাল সোমবার তা প্রকাশ হয়। সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ মাসুদ সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর এম এ রশিদ হলে ইসিই বিভাগের ছাত্র জাহিদুর রহমানের ওপর নির্মম শারিরীক ও মানসিক নির্যাতন চালানো হয়। ঘটনা তদন্তে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন দাখিল হওয়ার পর গত মাসের ২৭ তারিখে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত হয়। তদন্ত কমিটির সুপারিশ ও অন্যন্য বিষয় বিবেচনা করে কমিটি সর্বসম্মতভাবে নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদকে (রোল নম্বর ১৭১৯০৫৮) বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানকে (রোল নম্বর ১৩০৭০২৪), ছাত্রত্ব বাতিলসহ স্থায়ী বহিষ্কার, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদ আহমেদকে (রোল নম্বর ১৭১৯০৬০) স্থায়ী বহিষ্কারসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজেদুল কবিরকে (রোল নম্বর ১৬০১০৭৭) স্থায়ী বহিষ্কারসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আদনান রাফিকে (রোল নম্বর ১৮১৯০৪৯) স্থায়ী বহিষ্কারসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রিজুয়ান ইসলাম রিজভীকে (রোল নম্বর ১৮১৯০৩৭) ছাত্রত্ব বাতিলসহ চিরতরে বহিষ্কার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফুয়াদুজ্জামান ফাহিমকে (রোল নম্বর ১৮২১০৫৩) ছাত্রত্ব বাতিলসহ স্থায়ী বহিষ্কার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান মিঠুকে (রোল নম্বর ১৮২১০৩৯) ছাত্রত্ব বাতিলসহ স্থায়ী বহিষ্কার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাফাত মোর্শেদকে (রোল নম্বর ১৮২১০৪৮) ছাত্রত্ব বাতিলসহ স্থায়ী বহিষ্কার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলামকে (রোল নম্বর ১৭২৩০৪৮) ছাত্রত্ব বাতিলসহ স্থায়ী বহিষ্কার, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থ মোস্তাক আহমেদকে (রোল নম্বর ১৮১৯০৪৭) পাঁচ বছরের জন্য কোনো প্রকার সনদ প্রদান এবং চিরতরের জন্য প্রশংসাপত্র দেয়া হবে না, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শুভেন্দু দাসকে তিন বছরের জন্য কোনো প্রকার সনদ প্রদান এবং চিরতরের জন্য প্রশংসাপত্র প্রদান করা হবে না এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিয়ার জামিল নিহালকে (রোল নম্বর ১৮০১১২০) তিন বছরের জন্য কোনো প্রকার সনদ প্রদান এবং চিরতরের জন্য প্রশংসাপত্র প্রদান করা হবে না।
কুয়েটের ছাত্র কল্যাণ বিভাগের পরিচালক ও ছাত্র শৃঙ্খলা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, শৃঙ্খলা বিধি অনুযায়ী সর্বসম্মতিক্রমে ইাল্লখিত ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা