মহেশপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫
ঝিনাইদহের মহেশপুরে বাসের ধাক্কায় নাজিম উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর কালীগঞ্জ সড়কের খালিশপুর বাজার সংলগ্ন হাইওয়ে রোডে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাজিমউদ্দিন ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামের মিনাজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, আজ সকাল সাড়ে নটার সময় নাজিম মোটরসাইকেলে করে জীবননগর কালীগঞ্জ সড়কের খালিশপুর বাজারে পিপিএল ফ্যাক্টরির পাশে হাইওয়ে রোডে উঠার সময় জীবননগর থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। লাশ ময়নতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা