শীতের তীব্রতা কমেছে, ঘন কুয়াশা অব্যাহত
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫
দু’দিন ধরে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকলেও চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কমেছে। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কমে গেলেও তাপমাত্রা এখনো কিছুটা বেশি রয়েছে।
রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১৪-১৫ ডিগ্রির মধ্যে থাকলেও বর্তমানে তা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল ইসলাম জানান, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা বেড়েছে এবং পশ্চিম দিক থেকে আসা মেঘের কারণে উত্তরের হিমেল বাতাস বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে শীতের তীব্রতা কমে গেছে। তবে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারো কমে ১৪-১৫ ডিগ্রির মধ্যে উঠানামা করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে শীতের তীব্রতা কমায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন। রাস্তায় হালকা পোশাক পরে চলাফেরা করা মানুষজন জানিয়েছেন, তীব্র শীতে কাজ করা কষ্টকর ছিল, কিন্তু বর্তমানে তাপমাত্রা সহনীয় হওয়ায় কাজ করা সহজ হয়েছে। কৃষকরা জানান, এখন আবহাওয়া সহনীয় থাকায় মাঠে কাজ করতে সুবিধা হচ্ছে।
শীতের কাপড়ের বিক্রিও কমে গেছে, যা ব্যবসায়ীদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড়ের এক ব্যবসায়ী জানান, শীতের পোশাকের বিক্রি অনেক কমে গেছে। এই অবস্থা চলতে থাকলে মৌসুমী দোকান বন্ধ করতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা