২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

ফকিরহাটে ৬০০ বস্তা চাল জব্দ, গ্রেফতার ২

পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাট বাজারের একটি গোডাউন থেকে ৬০০ বস্তা খোলাবাজারে বিক্রির জন্য (ওএমএস) সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফকিরহাট মডেল থানার পুলিশ এ চাল জব্দ করে।

এ সময় চাল কালোবাজারির সাথে জড়িত থাকার অভিযোগে গোডাউন থেকে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের প্রফুল্ল মজুমদারের ছেলে আশাতীত মজুমদার (২১) ও বারাশিয়া গ্রামের দাবির উদ্দীন ভূইঁয়ার ছেলে আব্দুর রসূল (৪৫)। আশাতীত হলেন ‘মজুমদার ভাণ্ডার’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান ও গোডাউনের মালিক প্রফুল্ল মজুমদারের ছেলে এবং আব্দুর রসূল ওই গোডাউনের কর্মচারী।

পুলিশ জানায়, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকারের ওএমএস কার্যক্রমের আওতায় সারা দেশে কম মূল্যে চাল বিক্রি চলছে। সেই সুযোগ কাজে লাগিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মজুমদার ভাণ্ডার ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউনে সরকারি খাদ্য অধিদফতরের লোগোযুক্ত ৩০ কেজির ৬০০ বস্তা ওএমএসের চাল বাইরে বিক্রির উদ্দেশ্যে নুরজাহান ব্রান্ডের বস্তায় পরিবর্তন হওয়ার সংবাদ পায় পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবীর বলেন, ‘রাতে অভিযান চালানোর পর তাৎক্ষণিকভাবে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। বস্তাগুলো থানা হেফাজতে নেয়ার কাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনিব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement