২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

জামায়াতের কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলন

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীন -

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে জামায়াতের কর্মী সম্মেলন সফল হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা জামায়াত।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট রুহুল আমীন বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনের আগে ও পরে যেভাবে আপনারা আপনাদের গণমাধ্যমে সংবাদ প্রচার করেছেন তার জন্য আমরা আপনারদের প্রতি কৃতজ্ঞ। আমরা আর্থিকভাবে আপনাদের সহযোগিতা করতে না পারলেও আপনারা আপনাদের জায়গা থেকে সংবাদ প্রচার করেছেন, যা সত্যিই প্রশংসনীয়।’

তিনি আরো বলেন, ‘চুয়াডাঙ্গাকে একটি উন্নত জেলা হিসেবে রুপান্তরিত করার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আপনাদের ভূমিকা অপরিসীম। দীর্ঘ প্রচেষ্টার পর এটা একটি ঐতিহাসিক সম্মেলন হয়েছে বলে, আমরা বিশ্বাস করি। আপনারা গণমাধ্যমকর্মী আপনাদের জায়গা থেকে ভালোকে ভালো বলবেন। মন্দকে মন্দ বলবেন। এ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না।’

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের আইটি বিভাগের পরিচালক মাসুম বিল্লাহ।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন, শহর সেক্রেটারি মোস্তফা কামাল ও দামুড়হুদা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল