মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার
- ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৫, ২১:৩০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম শেষ করে যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার করতে হবে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১ নম্বর ধামালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে বরুনা বাজার ঈদগাহ ময়দানে ইউনিয়ন অফিস উদ্বোধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে একটি স্বৈরাচারের পতন হয়েছে। আমরা একটি দুঃসময় অতিক্রম করে একটা নতুন সময়ের যাত্রা শুরু করেছি। এখন আমাদের একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশের প্রতিটা সেক্টরে বসিয়ে রাখা দোসররা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ জামায়াত ইসলামী ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন শাখার আমির মাস্টার মোস্তাক আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা