২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

বাগেরহাটে ট্রলিচাপায় চালক নিহত

ট্রলিচাপায় নিয়াজ মোল্লা নামে এক চালক নিহত হয়েছেন - ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের শরণখোলায় ট্রলিচাপায় নিয়াজ মোল্লা (২৮) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, রোববার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন-সংলগ্ন খুড়িয়াখালী বাজারে দুর্ঘটনার শিকার হন তিনি। প্রথমে তাকে শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত নিয়াজ মোল্লা ওই ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, খুড়িয়াখালী বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রহিম খানের গোলা থেকে তার চালক ট্রলিতে তিন টন রড বোঝাই করে বের হন। বাজারের চৌরাস্তার মোড়ের উঁচু স্থানে অতিরিক্ত রড বোঝাই ট্রলিটি আটকে যায়। এ সময় অপর ট্রলিচালক নিয়াজ মোল্লা আটকে পড়া ট্রলি ধাক্কা দিয়ে উঠাতে গিয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

নিহতের বাবা মনির মোল্লা বলেন, ‘তার ছেলের মৃত্যু একটি দুর্ঘটনা। এ ব্যাপারে তার কোনো অভিযোগ নেই।’


আরো সংবাদ



premium cement