ভেড়ামারায় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:০৯
কুষ্টিয়ার ভেড়ামারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় পৌর ২ নম্বর ওয়ার্ড নওদাপাড়া, বিএনপি ভেড়ামারা উপজেলা কার্যালয়ে এক হাজার অসহায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ওই সভায় পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ারুল হক চুন্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহম্মেদ মিন্টু, জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক নয়ন হোসেন।
ধরমপুর ইউপি বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান -এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলার আহ্বায়ক সদস্য আশরাফুল খান রফিক, জেলা কৃষক দলের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মধু মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মিলন খান প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা