১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩ - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে তরিকুল ইসলাম পৌর কলেজের কাছে বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বের হন। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় ডায়েরি করেন।

এরপর নিখোঁজের বিষয়ে তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। পিবিআই তদন্তের একপর্যায়ে মোবাইল ফোনের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের সজল হোসেন (২২) ও পাঁচনামনা গ্রামের সুজনকে (২১) আটক করে।

আটকের পর তাদের দেয়া তথ্যমতে, শনিবার রাতে রকির লাশ পৌরসভার তরিকুল ইসলাম পৌর কলেজের কাছে বুড়িগাঙের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে। উদ্ধার লাশ রোববার সকালে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত জব্দে কাজ করছে যশোর পিবিআই ও থানা পুলিশ।


আরো সংবাদ



premium cement
সাভারে বাংলাদেশ বেতারে টেন্ডার জমাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ প্রধান উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বগুড়ায় চরাঞ্চলে যুবদলের শীতবস্ত্র বিতরণ বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪৭২৩ কোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহাল দাবিতে মানববন্ধন আমরা এখনো শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গঠন করতে পারিনি : মাসুদ হোসেন কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় মারধরে নারী নিহত, গ্রেফতার ১ কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার নিজস্ব গতিতে চলবে : চিফ প্রসিকিউটর দল হিসেবে খেললে অধিনায়কত্ব করা সহজ : সোহান

সকল