যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩
- যশোর অফিস
- ১৯ জানুয়ারি ২০২৫, ১৬:১৫
যশোরের চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে তরিকুল ইসলাম পৌর কলেজের কাছে বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বের হন। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় ডায়েরি করেন।
এরপর নিখোঁজের বিষয়ে তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। পিবিআই তদন্তের একপর্যায়ে মোবাইল ফোনের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের সজল হোসেন (২২) ও পাঁচনামনা গ্রামের সুজনকে (২১) আটক করে।
আটকের পর তাদের দেয়া তথ্যমতে, শনিবার রাতে রকির লাশ পৌরসভার তরিকুল ইসলাম পৌর কলেজের কাছে বুড়িগাঙের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে। উদ্ধার লাশ রোববার সকালে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত জব্দে কাজ করছে যশোর পিবিআই ও থানা পুলিশ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা