১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩

যশোরে নিখোঁজ ইজিবাইক চালকের লাশ উদ্ধার, আটক ৩ - ছবি : নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় নিখোঁজের তিন দিন পর ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে তরিকুল ইসলাম পৌর কলেজের কাছে বুড়িগাঙ থেকে যশোর পিবিআই ও থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজিবাইক চালক সোহাগ হোসেন রকি (২২) গত ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে ইজিবাইক নিয়ে বের হন। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রকির পিতা লিয়াকত হোসেন ১৮ জানুয়ারি চৌগাছা থানায় ডায়েরি করেন।

এরপর নিখোঁজের বিষয়ে তদন্তের জন্য যশোর পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। পিবিআই তদন্তের একপর্যায়ে মোবাইল ফোনের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের সজল হোসেন (২২) ও পাঁচনামনা গ্রামের সুজনকে (২১) আটক করে।

আটকের পর তাদের দেয়া তথ্যমতে, শনিবার রাতে রকির লাশ পৌরসভার তরিকুল ইসলাম পৌর কলেজের কাছে বুড়িগাঙের কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করে। উদ্ধার লাশ রোববার সকালে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত জব্দে কাজ করছে যশোর পিবিআই ও থানা পুলিশ।


আরো সংবাদ



premium cement
বাড়ি ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল করলো কেন্দ্রীয় ব্যাংক ফতুল্লায় পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ২ গার্মেন্টস ভাঙচুর দেশ হাসিনামুক্ত হয়েছে, এখনো গণতন্ত্রের হয়নি : গয়েশ্বর রায় আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয় : তারেক রহমান চিকিৎসকসহ ৫ হাসপাতাল কর্মী গ্রেফতারের প্রতিবাদ ড্যাবের শামীম ওসমান সারা বিশ্বে না’গঞ্জকে সন্ত্রাসের জেলা পরিচিত করেছেন মাত্র ১০ দিনের মাথায় যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ওএসডি আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাকশ্রমিক নিহত রাজশাহীর বিপক্ষে খুলনার বড় সংগ্রহ মাদরাসার টাকা আত্মসাতের অভিযোগে অবস্থান কর্মসূচি

সকল