১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

পাইকগাছায় প্রতারণার অভিযোগে নারী আটক, মুচলেকায় মুক্তি

পাইকগাছায় প্রতারণার অভিযোগে মিতা আক্তার (৩০) আটক - ছবি : নয়া দিগন্ত

খুলনার পাইকগাছার দেলুটিতে মিতা আক্তার (৩০) নামে এক নারী প্রতারককে আটক করেছে জনতা।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গরু দেয়ার প্রলোভনে অর্থ আদায়কালে দেলুটি থেকে তাকে আটক করা হয়। প্রতারক মিতা তালা সদরের মীর আব্দুল ফিরোজের মেয়ে।

পরে ওয়ার্ড ইউপি সদস্য সুকুমার কবিরাজ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে উপজেলার দেলুটি ইউনিয়নে অসহায়-দরিদ্র সাধারন মানুষদের থেকে গরু দেয়ার প্রলোভনে অর্থ আদায় করছিলো মিতা। তবে পূর্বে তিনি কয়েকবার প্রতারণার আশ্রয়ে একই ঘটনা ঘটিয়ে ধরা পড়ায় তাকে চিনতে পেরে স্থানীয়রা আটকে রাখেন।

পরে খবর পেয়ে ইউপি সদস্য সুকুমার কবিরাজ ঘটনাস্থলে পৌঁছে মিতার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। যদিও কয়েক দফায় এমন প্রতারণা করে ধরা পড়লেও সর্বশেষ তাকে মুচলেকায় ছেড়ে দেয়ায় স্থানীয়দের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য সুকুমার কবিরাজ মুঠোফোনে দাবি করেন, ‘স্থানীয় জামায়াত ও বিএনপি নেতাদের উপস্থিতিতে সকলের সম্মতিতে মুচলেকা নিয়ে অভিযুক্ত প্রতারক মিতাকে ছেড়ে দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, এর আগেও মিতা প্রতারণার আশ্রয়ে অসহায়-দরিদ্র মানুষদের ঠকিয়ে অর্থ হাতিয়ে পাইকগাছা, তালা, দেবহাটাসহ আশপাশের বিভিন্ন উপজেলায় কয়েকবার আটক হয়েছিল। সর্বশেষ তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আরো সংবাদ



premium cement