১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

চৌগাছা সীমান্তে ৩৭ লাখ ৮০ হাজার টাকার ডলার উদ্ধার

উদ্ধার হওয়া ডলার ও উদ্ধারকারী বিজিবি সদস্যরা। - ছবি : নয়া দিগন্ত।

যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৩৭ লাখ ৮০ হাজার টাকার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা করা হয়েছে।

শাহাজাদপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার ধুলীয়ানী ইউনিয়নের ভারত সীমান্তের কাবিলপুর গ্রামের কপোতাক্ষ নদের পাশের মাঠ এলাকা থেকে এ ডলার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডলার পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০০টি ১০০ মার্কিন ডলারের নোট উদ্ধার করা হয়। বাংলাদেশী টাকায় যা বর্তমানে প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকা। জব্দ ডলার চৌগাছায় থানায় জমা হয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’

 


আরো সংবাদ



premium cement