১৭ জানুয়ারি ২০২৫, ০৩ মাঘ ১৪৩১, ১৬ রজব ১৪৪৬
`

ক্ষমতায় গেলে আমরা দেশের মালিক নয়, জনগণের সেবক হবো : জামায়াত আমির

বক্তব্য দিচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান - ছবি : নয়া দিগন্ত

ক্ষমতায় গেলে আমরা দেশের মালিক নয়, জনগণের সেবক হবো মন্তব্য করে বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে আমরা শান্তির দেখা পাইনি। বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের শান্তিকে নির্বাসনে পাঠিয়ে দেশের মালিক হতে চেয়েছিল, আল্লাহ তাদের নির্বাসনে পাঠিয়ে দিয়েছেন।’

তিনি বলেন, ‘দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই নির্বাচন কেন্দ্রিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হন।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঝিনাইদহ পায়রা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ঝিনাইদহ জেলা জামায়াতের আমির আলী আজম মো: আবু বকরের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, জেলা জামায়াতের আব্দুল আলীম, অধ্যাপক মতিয়ার রহমান, আবু তালেব ও ড. মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের শাসনামলে প্রতি ইঙ্গিত করে আমিরে জামায়াত বলেন, ‘ক্ষমতা টিকিয়ে রাখতে তারা দেশের জ্ঞানী, শিক্ষিত, মার্জিত ও অভিজ্ঞ মানুষদের হত্যা করেছে। হাজারো মানুষকে নির্যাতন করেছে। তারা শত শত মানুষকে গুম করেছে, খুন করেছে। মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে। তারা দেশের সম্পদও লুট করেছে। তারা উন্নয়নের বুলি শুনিয়েছেন।’

তিনি বলেন, ‘পর পর তিন তিনটি নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। জুলাই-আগস্টে আমাদের সন্তানেরা ছোট্ট একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। চাকরিতে কোটা সংস্কার করতে হবে। কিন্তু ফ্যাসিস্ট সরকার তাদের যৌক্তিক দাবি বন্দুকের গুলির মুখে থামিয়ে দেয়ার চেষ্টা করেছিল। ঠিক তখনই ছাত্ররা আগুনের মতো জ্বলে উঠেছিল। যারা আমাদের সন্তানদের ওপর গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছিল জনগণ তাদেরকে একদফা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। ফলে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষের সামনে দাঁড়ানোর মতো সৎ সাহস শেখ হাসিনার ছিল না। যে কারণে তিনিসহ তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়।’

ছাত্র-জনতার অবদানকে স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার নেতৃত্বে এই জাতি দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে, ইনশাআল্লাহ। তরুণ-যুব সমাজ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও পেশীশক্তিমুক্ত নতুন দেশ চায়। আমরাও সাম্যের বাংলাদেশ চাই। এই প্রজন্ম বুকের রক্ত দিয়ে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। প্রয়োজনে আমরাও রক্ত দিয়ে হলেও এই স্বাধীনতা ধরে রাখব, ইনশাআল্লাহ।

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও স্বচ্ছ। কালো টাকা ও পেশীশক্তির কাছে আমরা মাথানত করব না। যারা কালো টাকা দিয়ে ভোটের মাঠে আসবে, তাদেরকে না বলে দিতে হবে। আমরা কারো টাকার কাছে নিজেদের ভোট বিক্রি করব না। ষড়যন্ত্র চলছে, নির্বাচন কেন্দ্রিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার আহ্বান জানান তিনি।’


আরো সংবাদ



premium cement

সকল