১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

- ছবি : নয়া দিগন্ত

বাগেরহাটের মোংলায় ধানবহনকারী একটি নসিমন রাস্তায় রাখা পাথরের স্তুপে উঠে যাওয়ায় নসিমন চালকসহ একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার সময় গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন, রোকন উদ্দিন (৬০) ও দিদার মোল্লা (৩২)।

রোকন উদ্দিন মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখের ছেলে এবং দিদার মোল্ল্যা খুলনার দাকোব উপজেলার বানিশান্তা এলাকার মরহুম জাফর মোল্লার ছেলে।

আহতদের মধ্যে দু’জন খুলনায় এবং একজন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার বুলেট সেন জানান, ভোরে আহত চারজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই ও আরেকজন হাসপাতালে আসার সময় মারা যান। বাকি দু’জনের মুখ দিয়ে রক্ত পড়ছিল। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে। পরে আহত একজন নিজেই সকাল ৯টায় হাসপাতালে ভর্তি হন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে আসা একটি নসিমন গতকাল রাত ২টার সময় গাছির মোড় এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা পাথরের ওপর উঠিয়ে দেয়। এ সময় গাড়িটি উল্টে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে মোংলায় হাসপাতালে আনার সময় আরো একজনের মৃত্যু হয়। এতে আহত হন আরো তিনজন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নিশি কারাগারে কমলনগরে ট্রাকচাপায় ব্র্যাককর্মী নিহত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বৈঠক শেষে যা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন তামিম-সাব্বিরের উত্তপ্ত বাক্যবিনিময় ময়মনসিংহে মেডিক্যাল ভর্তির প্রশ্ন ফাঁসের প্রতারণার দায়ে কলেজছাত্র গ্রেফতার মেডিক্যাল ভর্তি পরীক্ষা শুক্রবার, যেসব সড়ক পরিহার করার অনুরোধ ডিএমপির দেহের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আ’লীগের পুনর্বাসন ঠেকাবো : হাসনাত আব্দুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার দিনও গাজায় ৬২ জনকে হত্যা করল ইসরাইল বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত স্থানীয় নয়, সংসদীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে : নজরুল ইসলাম ‘সংক্ষুব্ধ ছাত্র-জনতার’ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

সকল