মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
- মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
- ১৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৭, আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:০১
বাগেরহাটের মোংলায় ধানবহনকারী একটি নসিমন রাস্তায় রাখা পাথরের স্তুপে উঠে যাওয়ায় নসিমন চালকসহ একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ২টার সময় গাছির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন, রোকন উদ্দিন (৬০) ও দিদার মোল্লা (৩২)।
রোকন উদ্দিন মোংলা উপজেলার সোনাইলতলা ওয়াজেদ আলী শেখের ছেলে এবং দিদার মোল্ল্যা খুলনার দাকোব উপজেলার বানিশান্তা এলাকার মরহুম জাফর মোল্লার ছেলে।
আহতদের মধ্যে দু’জন খুলনায় এবং একজন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাক্তার বুলেট সেন জানান, ভোরে আহত চারজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। এর মধ্যে একজন ঘটনাস্থলেই ও আরেকজন হাসপাতালে আসার সময় মারা যান। বাকি দু’জনের মুখ দিয়ে রক্ত পড়ছিল। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে। পরে আহত একজন নিজেই সকাল ৯টায় হাসপাতালে ভর্তি হন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে আসা একটি নসিমন গতকাল রাত ২টার সময় গাছির মোড় এলাকায় রাস্তায় স্তুপ করে রাখা পাথরের ওপর উঠিয়ে দেয়। এ সময় গাড়িটি উল্টে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে মোংলায় হাসপাতালে আনার সময় আরো একজনের মৃত্যু হয়। এতে আহত হন আরো তিনজন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা