১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কুষ্টিয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

কুষ্টিয়ার খোকসায় আব্দুল মজিদ (৪৫) ওরফে সেন্টু নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানীপুর গ্রামের মো: মজিবর রহমানের পুকুর হতে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আব্দুল মজিদ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মথুরাপুর (মাছপাড়া) গ্রামের ইলাহি বক্সের ছেলে। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ডিগ্রি কলেজে এমএলএসএস পদে চাকরি করতেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত আব্দুল মজিদ দু’দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে মামুদানীপুর গ্রামের মো: মজিবর রহমানের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।’


আরো সংবাদ



premium cement