১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

মাহফিল শুনে বাড়ি ফেরা হলো না খাদিজার

মাহফিল শুনে বাড়ি ফেরা হলো না খাদিজার -

ইসলামিক ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরা হলো না মানসিক প্রতিবন্ধী খাদিজার (৫৫)। সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।

সোমবার সকালে ঝিনাইদহে মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর তিন রাস্তার মোড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধা চাঁদরতনপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ভোররাতে রাস্তা দিয়ে চলাচলের সময় পথচারীরা বৃদ্ধা খাদিজা খাতুনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় খাদিজা প্রতিবেশী হাবিবুর রহমান জানান, মানসিক প্রতিবন্ধী খাদিজা খাতুন পাশের কোলা গ্রামে ইসলামিক ওয়াজ মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফেরেননি। সকালে শুনতে পারেন তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছিল। নিহতের পরিবার তার লাশ চাইলে ময়নাতদন্ত ছাড়াই দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement