১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

কুষ্টিয়ায় জামায়াত-জাসদ সংঘর্ষ : আহত জামায়াত কর্মীর মৃত্যু

কুষ্টিয়ায় জামায়াত-জাসদ সংঘর্ষ : আহত জামায়াত কর্মীর মৃত্যু - ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সাথে জাসদ-বিএনপির সংঘর্ষের ঘটনায় আহত জামায়াত কর্মী খোকন মোল্লা (৩৫) মারা গেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ দলীয় কর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খোকন মোল্লা উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামের নওশের আলী মোল্লার ছেলে।

মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ মহিউদ্দিন আহমেদ বলেন, গতকাল সংঘর্ষে আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ভোরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে পাঠানো হয়। বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন নিয়ে জামায়াতের সাথে জাসদ-বিএনপির সংঘর্ষের ঘটনায় ঘটে। রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের মিটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন থেকে নাম প্রত্যাহারের জন্য স্থানীয় জামায়াত নেতা মুকুলের উপরে চাপ সৃষ্টি করছিল নাসির। এ নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে মুকুলকে হুমকি দেয় নাসির। এরই প্রতিবাদে রোববার বিকেল ৩টার দিকে বুড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এ সময় নাসিরের নেতৃত্বে তার সমর্থকরা সেখানে লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হত্যা ও হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী বাংলাদেশ, মিরপুর উপজেলার এক সংবাদ সম্মেলন মিরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের উদ্দেশে লিখিত বক্তব্য প্রদান করেন কুষ্টিয়া জেলা জামাতের নায়েবে আমির আব্দুল গফুর। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।


আরো সংবাদ



premium cement
উত্থানে শুরু হলেও শেষমেশ আবারো পতন পুঁজিবাজারে বাংলাদেশ অবস্থানরত অবৈধ বিদেশীদের আবারো সতর্ক করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার দেশের জনগণই নির্ধারণ করবে দেশ কিভাবে চলবে : রিজভী পাকিস্তানে স্বর্ণের খনি! ‘রাশিয়ায় থাকা উত্তর কোরিয়ার সেনাদের অবমূল্যায়ন করবেন না’ তুরাগ তীরে ৩১ জানুয়ারি বিশ্ব ইজতেমা শুরু বাজার থেকে বিনিয়োগ সংগ্রহের অনুমতি হারালো দুয়ার সার্ভিস পরিবহন খাতে চাঁদাবাজি : এনায়েত উল্লাহর বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু জামায়াত আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সকল