১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

বছরের শুরুতেই মোংলা বন্দরে বিদেশী জাহাজের চাপ

মোংলা বন্দরের জেটিতে অবস্থানরত বাণিজ্যিক জাহাজ - ছবি - ইউএনবি

সম্প্রতি দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। নতুন বছরের প্রথম ১০ দিনে বন্দরে ভিড়েছে মোট ২৮টি বাণিজ্যিক জাহাজ। এর ফলে ব্যস্ত সময় পার করছেন বন্দরের শ্রমিক-কর্মকর্তারা।

শুক্রবার রুপপুর পাওয়ার প্ল্যান্টের মালামাল নিয়ে দু’টি কন্টেইনারবাহী জাহাজ মোংলা বন্দরে নোঙ্গর করে। এর ফলে বন্দরের বিভিন্ন পয়েন্টে বর্তমানে ১৮টি জাহাজ অবস্থান করছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এদিকে, কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাড়ে সাত মিটার গভীরতা ও ১৪২ দশমিক ৭০ মিটার দৈর্ঘ্যের বারমুডার পতাকাবাহী এমভি পাকান্ডা অ্যান্টিগা নামের একটি জাহাজ বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়েছে। জাহাজটিতে ১৯০টি টিউজ কন্টেইনার রয়েছে।

এছাড়া ২০৭টি টিউজ নিয়ে মার্কস ঢাকা নামে আরো একটি কন্টেইনারবাহী জাহাজ আট নম্বর জেটিতে ভেড়ার কথা রয়েছে। পানামার পতাকাবাহী এ জাহাজটি ১৮৬ মিটার বিশাল দীর্ঘ ও সাত দশমিক ১০ মিটার গভীর।

পাশাপাশি রাশিয়ার পতাকাবাহী এমভি মেলিনা নামের একটি জাহাজ রুপপুর পাওয়ার প্ল্যান্টের জেনারেল কার্গো (মেশিনারি) বন্দরের নয় নম্বর জেটিতে অবস্থান করছে।

এ বিষয়ে মোংলা বন্দরের উপপরিচালক মো: মাকরুজ্জামান জানান, ২০২৫ সালের শুরুতে মোংলা বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমন বেড়েছে। বর্তমানে বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্থানে ১৮টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে কয়লা, সার (জিপসাম, ড্যাপ, টিএসপি ও এমওপি), ক্লিংকার, এলপিজি ও পাথরসহ বিভিন্ন পণ্য রয়েছে।

বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রথম চয় মাসে মোংলা বন্দর মোট ৪১৩টি বাণিজ্যিক জাহাজ আসে। এ সময়ে ১০ হাজার ৩৮৬টি টিউজ কন্টেইনার খালাস করা হয়।

প্রথম ছয় মাসে গাড়ি বহনকারী ১০টি জাহাজ থেকে পাঁচ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি করা হয়েছে। এই সময়ে বন্দর দিয়ে সর্বমোট আমদানি-রফতানি হয়েছে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ টন পণ্য, যা থেকে ২১০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বন্দর কর্তৃপক্ষ।

এছাড়া, ২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২০২৪-এ মোংলা বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমনের ক্ষেত্রে দুই দশমিক ৩০ শতাংশ, কার্গো নয় দশমিক ৭২ শতাংশ, কন্টেইনারবাহী জাহাজ ১৬ দশমিক ৭৮ শতাংশ এবং গাড়ির ক্ষেত্রে ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
‘রক্ত ঝরা জমিনে ফ্যাসিবাদকে ফিরে আসতে দেয়া হবে না’ ঈশ্বরগঞ্জে ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের সহায়তা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হতে দেয়া যাবে না : মান্না ‘তারেক রহমানের নেতৃত্বে দেশকে মেরামত করব’ ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ বিয়ের আনন্দকে ম্লাণ করে লিজা ফিরে এলেন লাশ হয়ে হবিগঞ্জে বাসের ধাক্কায় ৩ নারী শ্রমিক নিহত ক্ষমতা হস্তান্তরে রোডম্যাপ শিগগিরই : পররাষ্ট্র উপদেষ্টা লোহাগাড়ায় পুলিশ পরিচয়ে বিদেশগামী যাত্রীর টাকা ও স্বর্ণ লুট আট মাস আগে প্রেমিকাকে খুন, লাশ মিলল প্রেমিকের ফ্রিজে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর সিট বাতিল

সকল