১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

মোংলা বন্দরে ভিড়ল ১৪২.৭০ মিটারের জাহাজ

মোংলা বন্দরে আসা বড় জাহাজ - ছবি : নয়া দিগন্ত

মোংলা বন্দরে ১৯০ টিইইউস কনটেইনার নিয়ে এলো ১৪২.৭০ মিটারের বড় জাহাজ। বারমুডা পতাকাবাহী ১৪২ দশমিক ৭০ মিটার দৈর্ঘ্যের কনটেইনার জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। ৭ দশমিক ৫০ মিটার ড্রাফটের জাহাজটির নাম ‘এম ভি পাকান্ডা অ্যান্টিগুয়া’। নিয়মিত পশুর চ্যানেল ও জেটি ফ্রন্টে ড্রেজিংয়ের ফলে আট মিটার গভীরতার জাহাজ ভেড়ানো সম্ভব হচ্ছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো: মাকরুজ্জামান স্বাক্ষরিত মোংলা বন্দর কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাশিয়ান পতাকাবাহী এম ভি মেলিনা জাহাজটি রূপপুর পাওয়ার প্লান্টের জেনারেল কার্গো (মেশিনারি) নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে অবস্থান করছে এবং পানামা পতাকাবাহী ১৮৬ মিটার বিশাল দৈর্ঘ্য ও ৭ দশমিক ১০ মিটার গভীরতার কন্টেইনারবাহী 'মার্কস ঢাকা' নামে আরেকটি জাহাজ ২০৭ টিইইউস নিয়ে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়বে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো: মাকরুজ্জামান বলেন, ২০২৫ সালের শুরু থেকে মোংলা বন্দরে বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমনে বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার রুপপুর পাওয়ার প্লান্টের মালামাল নিয়ে বন্দর জেটিতে দু’টি কনটেইনার জাহাজ এবং ১৮টি জাহাজ বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে।

তিনি আরো বলেন, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোংলা বন্দরে ২৮টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। আজ পোর্ট লিমিট-এর মধ্যে ১৮টি বাণিজ্যিক জাহাজ রয়েছে। বর্তমানে পশুর চ্যানেলে অবস্থানরত ১৮টি বাণিজ্যিক জাহাজগুলোতে আমদানি করা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য, কয়লা, সার (জিপসাম, ড্যাপ ফার্টিলাইজার, টিএসপি, এম ও পি), ক্লিংকার, এলপিজি, কনটেইনার পরিবাহী, পাথরের জাহাজ রয়েছে।

"২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে মোংলা বন্দর দিয়ে ৪১৩টি বাণিজ্যিক জাহাজের আগমন করে। ১০ হাজার ৩৮৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়, গাড়ি বহনকারী ১০টি জাহাজের মাধ্যমে পাঁচ হাজার ৬৩৭টি গাড়ি আমদানি হয়। এ সময়ে বন্দর দিয়ে ৫২ লাখ ৮৪ হাজার ৪৭১ টন আমদানি-রফতানি হয় এবং ২১০ কোটি টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২০২৪ অর্থবছরের প্রবৃদ্ধি যথাক্রমে বিদেশী বাণিজ্যিক জাহাজ আগমনের ক্ষেত্রে ২ দশমিক ৩০ ভাগ, কার্গো ৯ দশমিক ৭২ ভাগ, কনটেইনার ১৬ দশমিক ৭৮ ভাগ এবং গাড়ির ক্ষেত্রে ১৩ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।


আরো সংবাদ



premium cement