০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

চুয়াডাঙ্গায় সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস থামানোর দাবিতে ট্রেন থামিয়ে অবরোধ

দর্শনায় ট্রেন থামিয়ে অবরোধ - ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় দর্শনা হল্ট স্টেশনে রাতে ঢাকাগামী সুন্দরবন ও খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন তিন মিনিট যাত্রা বিরতি দেয়ার দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ ও অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় জনগণ।

রোববার (৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিক থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই রুটে অন্য কোনো যাত্রী বা মালবাহী ট্রেন যাতায়াত করতে পারেনি।

দর্শনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভির আহম্মেদ অনিক ও আবিদ হাসান রিফাত জানান, ‘দর্শনা একটি শিল্প ও সীমান্ত শহর। যেখানে একটি আন্তর্জাতিক চেকপোস্ট ও রেলবন্দর রয়েছে। বাংলাদেশের প্রায় জেলার মানুষ এখানে চাকরির সুবাদে বসবাস করে থাকেন। কিন্ত দর্শনা হল্ট স্টেশনে রাতে খুলনা-ঢাকাগামী সুন্দরবন ও ঢাকা-খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ না থাকার কারণে আমরা দর্শনাবাসীর সাথে নিয়ে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। রোববার দুপুর দেড়টার দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে এসে পৌঁছিলে বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ও স্থানীয় জনগণ ট্রেনটি আটকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একপর্যায়ে শ্লোগান দিয়ে রেল লাইন অবরোধ করেন।’

এ বিষয়ে রেলওয়ের পশ্চিম জোনের পাকসী বিভাগের ডিভিশনাল ট্রাফিক অফিসার (ডিটিও) মোছা: হাছিনা বেগম জানান, ‘আন্তনগর এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ২৫ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে স্টপেজ দেয়ার নিয়ম নেই, দর্শনার ঘটনাটি আমরা শুনেছি। রাজশাহী ও ঢাকার উর্ধ্বতন রেল কর্মকর্তাদেরকে অবহিত করা হয়েছে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল ও চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ক্যাপটেন জাহাঙ্গীর হোসেনের সমঝোতায় বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় জনগণ অবরোধ তুলে নেন।’


আরো সংবাদ



premium cement
চকরিয়ায় ধর্ষণের শিকার মুসলিম নারীকে হিন্দু দাবিতে প্রচার বাড়ি ফিরে মাকে চুমু খেতেন রিফাত, প্রতিদিন ডুকরে কাঁদেন মা ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণ কর্মসূচি ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলায় যোগ দিল আয়ারল্যান্ড বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে শহীদ মিনারে ’গণজমায়েত’ শৈত্যপ্রবাহ না থাকলেও শীতে কাঁপছে দেশ হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল রিমান্ডে সনের সাথে চুক্তি বাড়ালো ইংলিশ ক্লাব টটেনহ্যাম নতুন মামলায় গ্রেফতার কামরুল-পলক-মামুন আগামী সপ্তাহে চাঁদে নভোযান পাঠাচ্ছে মার্কিন কোম্পানি

সকল