অভয়নগরে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার
- অভয়নগর (যশোর) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
যশোরের অভয়নগর উপজেলায় দোকান ঘর থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ১৩ বছর বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সবুজ হোসেন বলেন, ‘শনিবার সকালে ঢাকার একটি ট্রেনে চড়ে অজ্ঞাত ওই কিশোর নওয়াপাড়া রেলস্টেশনে আসে। পরে ঠিকানা জানতে চাইলে রংপুরে তার বাড়ি বলে জানায়। দুপুরে সড়কের পাশে ইকবাল মার্কেটে অজ্ঞাত ওই কিশোরের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমাদুল করিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই কিশোরের কীভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা