০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

সাতক্ষীরার দেবহাটায় তিন পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

- ছবি : বাসস

সাতক্ষীরার দেবহাটায় তিনটি বিদেশী পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ মো: আসাদুল গাজী নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মুনীর এ তথ্য জানান।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আসাদুল গাজী দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মরহুম জাফর গাজীর ছেলে।

পুলিশ সুপার প্রেস ব্রিফিং এ জানান, সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে কয়েকজন দুষ্কৃতিকারী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে থাকা দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হলেও অন্য যুবক পালিয়ে যায়। আসাদুল গাজীর শরীর তল্লাশি করে তার ডান হাতে থাকা দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল ও তার জিন্সের জ্যাকেটের দুই পকেটের ভেতর থেকে আরো দু’টিসহ মোট তিনটি বিদেশী পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) আহম্মাদ কবির দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement