০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শাহিনকে বিজিবির অর্থ সহায়তা

সাতক্ষীরায় বিজিবির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো: শাহিন হোসেনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। - ছবি - নয়া দিগন্ত

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো: শাহিন হোসেনকে (১৭) সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক পিবিজিএম, পিএসসি, জি-এর পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাটালিয়ন সদর দফতরে এক অনুষ্ঠানে তাকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

মো: শাহিন হোসেন সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার শাহাজান আলী সানার ছেলে। মো: শাহিন হোসেন সাতক্ষীরা দিবানিশী কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি গত ৫ আগস্ট সাতক্ষীরা শহরে আন্দোলনে চোখে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।

বিজিবিকর্তৃক এ সহায়তা প্রদান অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ছাত্র আন্দোলনের সমন্বয়ক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাতক্ষীরা ডে-নাইট কলেজের অধ্যক্ষ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোপূর্বে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার আক্তারপুর গ্রামের মাহমুদ আলমের ছেলে মরহুম আসিফ হাসান এবং সাতক্ষীরায় আন্দোলনে আহত আশাশুনির প্রতাপনগর গ্রামের আমজাদ আলী সরদারের ছেলে মো: আমান উল্লাহ ও সদর উপজেলার পাঁচরখী গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে জিল্লুর রহমানসহ তিনজনকে গত ২৫ আগস্ট নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement