২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নারীসহ দু’জন নিহত - ফাইল ছবি

খুলনার ডুমুরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় সুরাইয়া আকতার রিম্মি (২৪) নামে এক নারীসহ দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ওই নারী এবং অপরজন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা নতুন রাস্তা নামক স্থানে সুরাইয়া আকতার রিম্মি ট্রাকচাপায় মারা যান। এ সময় তার স্বামী মাহফুজুর রহমান (২৮) আহত হন।

অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরোহী ইব্রাহিম মণ্ডল (৪৩) নিহত হন। এ সময় আহত হন মোটরসাইকেলচালক ইসমাইল মোল্যা (৩৫), ভ্যানযাত্রী জান্নাতুল বেগম (৪০) ও সুমিত্রা ফৌজদার (৪০)।

এ বিষয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা আ: ছাত্তার বলেন, ‘আমাদের অফিসের সামনে দুর্ঘটনার শব্দ শুনেই আমরা গিয়ে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি, ইব্রাহিম মণ্ডল নামে একজন মারা গেছেন।’


আরো সংবাদ



premium cement